
টাঙ্গাইলে ওজনে কম দেয়ায় চার ব্যবসায়ীর জরিমানা
টাঙ্গাইল সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইল শহরের পার্ক বাজারে ওজনে কম দেয়ার অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। র্যাবের সহযোগিতায় সোমবার (২৪ এপ্রিল) দুপুরে ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা ও নুর ই আলম সিদ্দিকী।
ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা জানান, ইস্টার্ড অফ ওয়েটস্ অ্যান্ড মেজার্স অর্ডিনেন্স ১৯৮২ এর ২৮ ধারায় কেজিতে প্রায় ৩০০ গ্রাম ওজন কম দেয়ার অপরাধে পার্ক বাজারের চার মুরগী ব্যবসায়ীকে মোট ১৭ হাজার টাকা জরিমানা ও তাদের ব্যবহৃত বায়োস্কেল আটক করা হয়েছে। জরিমানা প্রদানকারী ব্যবসায়ীরা হচ্ছেন, আল আমিন (২৮), হাবিব (২৮), হাবিবুর রহমান হাবু (৪৫) এবং শফিকুল ইসলাম শফিকে(৪২)।
আল আমিন, হাবিব ও হাবিবুর রহমান হাবু পাঁচ হাজার টাকা করে পনের হাজার এবং শফিকুল ইসলাম শফিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।