
টাঙ্গাইলে কর্মসংস্থান বিষয়ক আঞ্চলিক সমাবেশ অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদক, জাগ্রতবাংলা ২৪ ডটকম: স্কীল ফর ইমপ্লয়মেন্ট এন্ড ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সিইআইপি) এর আওতায় প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থান বিষয়ক আঞ্চলিক সমাবেশ মঙ্গলবার টাঙ্গাইলের বিজিএস-ভোকেশনাল ট্রেনিং সেন্টার অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে চাকরি প্রার্থী যুবক-যুবতীরা ও চাকরিদাতা ১৩টি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর নির্বাহী পরিচালক জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিইআইপি’র উপ-মহাব্যবস্থাপক ও প্রকল্প সমন্বয়কারী আবুল কাশেম, বিজিএস’র প্রোগ্রাম ম্যানেজার পাইং শৈ উ মারমা, প্রোগ্রাম কো-অর্ডিনেটর জগদীশ চন্দ্র রায়, সমাজসেবা টাঙ্গাইলের উপ-পরিচালক আব্দুল হামিদ, টাঙ্গাইল চেম্বার অফ কমার্সের পরিচালক শামছুল আলম চৌধুরী খোকা, চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
সমাবেশে আয়োজকরা জানান, এখন পর্যন্ত তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে ১৫ হাজার বেকার যুবক-যুবতী প্রশিক্ষণ নিয়ে বর্তমানে বিভিন্নস্থানে কর্মসংস্থানে নিয়োজিত আছেন। এছাড়া আরো কয়েক হাজার প্রশিক্ষণার্থী রয়েছে। মোবাইল সার্ভিসিং, প্লাম্বিং এবং পাইপ ফিটিং, ফ্যাশন গার্মেন্টস্, অটো মোবাইল মেকানিকস্, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ওয়ার্কসপ, ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন, রড বাইন্ডিং ও ষ্টীল ফিকচার, স্মল ইঞ্জিনিয়ারিং এন্ড মেটাল ওয়ার্কসপের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে প্রশিক্ষণ দিয়ে থাকে বিজিএস। ১৯৯১ সাল থেকে প্রতিষ্ঠানটি কাজ করে চলেছে।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসপি) এর সহযোগিতায় বাংলা-জার্মান সম্প্রীতি বিজিএস সমাবেশটির আয়োজন করে।