
টাঙ্গাইলে কালী প্রতিমা ভাংচুর
টাঙ্গাইল সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলে কালিমন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার করটিয়া ইউনিয়নের গাড়াইল এলাকায় ঘটনাটি ঘটে।
মন্দিরের পূজা উৎযাপন কমিটির সভাপতি চিত্তরঞ্জন দাস জানান, গভীর রাতে কে বা কারা কালীমন্দিরের কয়েকটি প্রতিমা ভাংচুর করে। আজ বুধবার সকালে এক ভক্ত মন্দিরে এসে প্রতিমাগুলো ভাঙ্গা দেখে সবাইকে জানায়। পরে পুলিশে খবর দেয়া হয়।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হক ভূইয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।