
টাঙ্গাইলে কাশীনাথ মজুমদার পিংকুর ছড়াগ্রন্থ ‘ঝাল টক মিষ্টি’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদক: টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে কাশীনাথ মজুমদার পিংকুর ছড়াগ্রন্থ ‘ঝাল টক মিষ্টি’র ছড়াগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ এপ্রিল) সন্ধ্যায় টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনের সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারি প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন।সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি বিশিষ্ট রাজনীতিক খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক ও কবি মাহমুদ কামাল, টাঙ্গাইল জেলা জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নীহার সরকার, উদীচী টাঙ্গাইল জেলা সংসদের সভাপতি অধ্যাপক দেবাশীষ দেব। আলোচনায় অংশ নেন, টাঙ্গাইল নজরুল সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফ, ছড়াকার ও লোকসাহিত্য গবেষক মামুন তরফদার, শিবাজী দে, লেখকের বাবা প্রবীণ শিক্ষক গোপীনাথ মজুমদার প্রমুখ। এছাড়া ইংরেজির অধ্যাপক ছড়াকার কাশীনাথ মজুমদার পিংকু কৃতজ্ঞতামূলক বক্তব্য রাখেন।
প্রকাশনা উৎসবে কাশীনাথ মজুমদারের লেখা ‘ঝাল টক মিষ্টি’র ছড়া আবৃতি, কোরাশ ও সুরারূপ করে গান পরিবেশন উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে। লেখকের এটি তৃতীয় ছড়াগ্রন্থ।