
টাঙ্গাইলে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
জহিরুল সভাপতি-শামস্ উদ্দিন সম্পাদক
টাঙ্গাইল সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে শনিবার(২৯ জুলাই) জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জহিরুল ইসলাম মাস্টার সভাপতি ও অ্যাডভোকেট মো. শামস্ উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি আলহাজ মো. মোতাহার হোসেন মোল্লা। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোন্দকার শামসুল হক রেজা। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের।
জেলা কৃষকলীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি আলহাজ কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোয়ারা বেগম, বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম-সম্পাদক কৃষিবিদ সমীর চন্দ, সাংগঠনিক সম্পাদক আতিকুল হক আতিক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ মীর শামীম উদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে জহিরুল ইসলাম মাস্টার সভাপতি ও অ্যাডভোকেট মো. শামস্ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে জেলা কৃষক লীগের নয়া কমিটি ঘোষণা করা হয়।