
টাঙ্গাইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
টাঙ্গাইল সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও চট্রগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক নুরুল আলম নুরুকে ক্রসফায়ারে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
এ উপলক্ষে রোববার (২ এপ্রিল) সকালে শহরের বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল এসে শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমাবেত হতে থাকে। পরে সেখান থেকে একটি মিছিল বের হওয়ার চেষ্ঠা করলে গেটের প্রবেশ মুখেই মিছিলটিকে আটকে দেয় পুলিশ। পুলিশি বাধার মুখে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে নেতৃবৃন্দ। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদ, সহ-সভাপতি মনিরুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, জেলা ছাত্রদল সালেহ মাহমুদ সাফী ইথেন, খন্দকার খালেদ সাইফুদ্দিন জুয়েল, খন্দকার আবিদ হোসেন ইমন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনির প্রমুখ। এছাড়াও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।