
জাগ্রতবাংলা, টাঙ্গাইল : টাঙ্গাইলে ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন ও তার বাবা পোষ্ট মাষ্টার দেলোয়ার হোসেনের উপর হামলার প্রতিবাদের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
সাব্বির টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা ছাত্রলীগের অন্যতম কর্মী। তার বাবা দেলোয়ার হোসেন সখিপুর উপজেলা পোস্ট মাস্টার। তাদের বাড়ি সদর উপজেলার করটিয়া ইউনিয়নে।
মানববন্ধন বক্তব্য রাখেন- পৌরসভার কাউন্সিলর আমিনুল ইসলাম আমিন, সাব্বিরের মা সাফিয়া বেগম ও ফুফাতো ভাই হারুনার রশিদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৫ মার্চ সদর উপজেলার ঢেলি করটিয়া এলাকায় সন্ত্রাসীরা সাব্বিরের উপর হামলা করে তার শরীরের বিভিন্ন জায়গায় গুরতর আহত করে। সাব্বির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে গত ২০ মার্চ বাসুলিয়া এলাকায় সন্ত্রাসীরা সাব্বিরের পোস্ট মাস্টার দেলোয়ারের উপর হামলা করে। পরে ২১ মার্চ সাফিয়া বেগম বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় অভিযোগ করা হয়েছে। আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও টাঙ্গাইল সদর থানার এসআই মুরাদুজ্জামান বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা হয়েছে। আহত সাব্বিরের মা বাদী হয়ে ১৩ জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।