
টাঙ্গাইলে ছিনতাই চক্রের ৫ সদস্য আটক
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলে ছিনতাইকারী চক্রের সক্রিয় ৫ সদস্য আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১ জুন) রাতে বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়ক এলাকায় ছিনতাই পরিচালনাকালে তাদের আটক করা হয়।
শুক্রবার বিকেলে প্রেস ব্রিফিং’র মাধ্যমে র্যাব ১২ সিপিসি ৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, বৃহস্পতিবার রাতে ১৮ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র ছোট ছোট দলে বিভক্ত হয়েছে বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়ক এলাকায় ছিনতাই পরিচালনা করছে। সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃতরা হলেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লভবাড়ী গ্রামের হাসেম আলী প্রামানিকের ছেলে কাইয়ুম প্রামানিক (২০), একই উপজেলা ও গ্রামের আব্দুল হাইয়ের ছেলে খোরশেদ আলম (১৯), মরহুম ইসমাইল হোসেন তালুকদারের ছেলে আমির হোসেন তালুকদার (৩০) একই উপজেলার পাথাইলকান্দি গ্রামের আব্দুল হাই তালুকদারের ছেলে লিখন তালুকদার, বেলটিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে আজিজ শেখ (৩০)। ছিনতাইয়ের শিকার পাবনা জেলার ইশ্বরদী উপজেলার আকলিমা বেগম বাদী হয়ে মোট ১৬ জনের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় একটি দ্রুত বিচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।