
টাঙ্গাইলে ছেলের হাতে বাবা খুন
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে নাগরপুর উপজেলার চরডাংগা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাল মিয়া (৬০) একই গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে।
নিহতের পরিবারসূত্রে জানা যায়, তাদের একটি গরু বিক্রয়কে কেন্দ্র করে সকালে লাল মিয়া ও তার বড় ছেলে আজাহারের সাথে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আজাহার দা দিয়ে তার বাবা লাল মিয়াকে ঘাড়ে কোপ দেয়। পরে এলাকাবাসী লাল মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে নিয়মিত হত্যা মামলা রুজু হয়েছে। পলাতক আসামি আজাহারকে গ্রেফতারের চেষ্টা চলছে।