
টাঙ্গাইলে জঙ্গিবাদ বিরোধী প্রশিক্ষণ কর্মশালা
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী প্রচারণা, জন সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা রিনির সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ। এছাড়াও বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক মো. আজিজুর রহমান তালুকদার, সহকারী পরিচালক আব্দুল বাছেদ, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন রহমান, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম হাসান তালুকদার প্রমূখ।
কর্মশালায় সরকারী কর্মকর্তা, জন-প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিকসহ উপজেলার নির্বাচিত যুব-যুবারা উপস্থিত ছিলেন।