
টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের বাসাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৪ টি রামদা, ১ টি ডেগার ও ১ টি গাছ কাটার করাতসহ ২ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বাসাইল-সখীপুর সড়কের বাসুলিয়া এলাকা থেকে শুক্রবার মাঝরাতে রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা- গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার সুলতানপুর বারইপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে শরিফুল মিয়া (২৫) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ছেছুরিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে সুজাউল (২৮)।
জানা যায়, বাসাইল-সখীপুর সড়কে শুক্রবার রাত দেড়টার দিকে কয়েকজন ডাকাতদল ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় দুইজনকে আটক করা হয়।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঢাকার আশুলিয়া থেকে দেশের বিভিন্নস্থানে এরা ডাকাতি করে বেড়ায় । এরই ধারাবাহিকতায় উপজেলার বাসুলিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।