
জাগ্রতবাংলা, টাঙ্গাইল : টাঙ্গাইলে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী শফিকুল ইসলাম ওরফে পাকুলকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জের পুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামী টাঙ্গাইলের বাসাইল উপজেলার গিলাবাড়ী গ্রামের মুকছেদ আলীর ছেলে।
র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৩৩ বছর ধরে ডাকাতি মামলায় যাবজ্জীবন কারাদন্ড থেকে বাঁচতে শফিকুল তার নিজের নাম মোঃ হেলাল উদ্দিন চিশতী ও পিতার নাম মুকছেদ আলী পরিবর্তন করে মোসলেম উদ্দিন চিশতী নাম ধারণ করে জাতীয় পরিচয় পত্র তৈরী করে এবং উক্ত জাতীয় পরিচয়পত্র নং-৩২৯৮৭০০১৪১ এ গ্রাম/রাস্তা- দেলুটিয়া, ডাকঘর-ভাবনদত্ত-১৯৭০, থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইল ঠিকানা ব্যবহার করে আসছিল। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবা সে তার প্রকৃত নাম ঠিকানা শফিকুল ইসলাম @ পাকুল, পিতা- মুকছেদ আলী, গ্রাম- গিলাবাড়ী, থানা-বাসাইল, জেলা-টাঙ্গাইল হিসেবে স্বীকার করে। মামলা রুজু হওয়ার পর থেকে সে কোথাও স্থায়ীভাবে বসবাস না করে বিভিন্ন সময় দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে বসবাস করে আসছিল এবং বিভিন্ন মাজারে ভক্তিমূলক গানের দলে নিয়মিত অংশগ্রহণ করতেন। মাজার এলাকাগুলোতে সে নিজেকে আগুন পাগলা হিসেবে পরিচয় দিত। সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় তাহার কন্যার ভাড়া বাসায় আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামীকে গ্রেফতারী সাজা ওয়ারেন্ট মূলে টাঙ্গাইল জেলার বাসাইল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।