
জাগ্রতবাংলা, টাঙ্গাইল : টাঙ্গাইলে ১১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। গাজার আনুমানিক মূল্য ১ লাখ ৫৪ হাজার টাকা। শনিবার উপজেলার রাবনা বাইপাস এলাকার নাহার গার্ডেন ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার তালপট্টি গাজীপুর গ্রামের সালাউদ্দিন ফারুকের ছেলে শিপন মিয়া (২০) ও একই উপজেলার মুরাদ কালীকাপুর গ্রামের আব্দুল আলম খন্দকারের ছেলে শাওন খন্দকার (২০)।
র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লে: কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আসামীরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে সরবরাহ করতো। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে টাঙ্গাইল সদর মডেল থানায় মাদক মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে।