
টাঙ্গাইলে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার
টাঙ্গাইল সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইল নিখোঁজের একদিন পর দুই শিশুর লাশ উদ্ধার হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের দেওলা এলাকায় থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলো- টাঙ্গাইল সদর উপজেলার দেওলার আতাউল্লার ছেলে আমানুল্লাহ সৈকত (১১) ও শাহিনুর রহমানের ছেলে নাহিন আল নুর (১০)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, দেওলা এলাকার আতাউল্লার ছেলে সৈকত ও শাহিনুর রহমানের ছেলে নাহিন গত মঙ্গলবার বেলা ১১ টার দিকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুজিঁর পর তাদের পাওয়া যায়নি। পরে বুধবার দুপুরে তাদের বাড়ির কাছে একটি ডোবায় লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
টাঙ্গাইল মডেল থানার ওসি নাজমুল হক ভুইয়া জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শিশু দুটি পানিতে ডুবে মারা গেছে। এ ব্যপারে গত রাতেই থানায় সাধারন ডায়েরি করা হয়। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর বলা যাবে ।
এদিকে দুই শিশুর লাশ উদ্ধারের পর তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের লোকজন-আত্মীয় স্বজনদের কান্নায় ভারি উঠেছে পুরো এলাকা।