
টাঙ্গাইলে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলে লোডশেডিং এর প্রতিবাদে ও নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবারহের দাবিতে মানববন্ধন করছেন ভুক্তভোগী জনসাধারণ। রোববার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হারিকেন ও তালপাখা হাতে নিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানানো হয়। মানববন্ধনে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, বাসকোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা মুক্তিযোদ্ধার সহকারী কমান্ডার আনোয়ার হোসেন প্রমুখ।
বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না হলে বিদ্যুৎ অফিস ঘেরাও এবং টাঙ্গাইলকে অচল করে দেয়ার হুমকি দেন ভুক্তভোগী জনসাধারণ। মানবন্ধন শেষে টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।