
টাঙ্গাইলে পরিবহন ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি চরমে
বিশেষ প্রতিবেদক, জাগ্রতবাংলা ২৪ ডটকম: সড়ক পরিবহন আইন-২০১৭ এর খসড়া মন্ত্রী সভায় অনুমোদন হওয়াসহ আইনের অস্পষ্টতা থাকার অভিযোগে টাঙ্গাইল তারাকান্দি সড়কসহ জেলার কয়েকটি আঞ্চলিক সড়কে পরিবহন ধর্মঘট হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলার অধিকাংশ যানচলাচল বন্ধ থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
বাস চালকরা জানান, সড়ক পরিবহন আইন-২০১৭ করা হয়েছে। কিন্তু সে আইনের অধিকাংশই চালকদের বিরুদ্ধে। নিজের জীবনের মায়া কার না আছে আর কোন চালকই ইচ্ছে করে সড়ক দূর্ঘটনা ঘটায় না। কিন্তু দেশের আইনই যেহেতু তাদের বিরুদ্ধে এ অবস্থায় কিভাবে গাড়ি চালাবেন তারা। তাই তিনিসহ প্রতিটি চালকই গাড়ি চালানো বন্ধ রেখেছে।
যানবাহনের চালক ও শ্রমিকরা জানান, মন্ত্রী সভায় সড়ক পরিবহন আইন-২০১৭ এর খসড়া অনুমোদন হয়েছে। এ আইনের বেশ কয়েকটি ধারা নিয়ে তাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এছাড়া ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে অস্টম শ্রেনী পাশ, চালকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- ও যাবজ্জীবন কারাদন্ডের বিধানসহ এই আইনে আমলযোগ্য অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় দায়ীকে আটক করতে পারার বিষয়টি আপত্তিকর বলেও তারা জানিয়েছেন।
সরেজমিনে টাঙ্গাইল নতুন বাস টার্মিনালে দেখা গেছে সাধারণ যাত্রীদের চরম দূর্ভোগ। এ সময় যাত্রীরা জানান, আকস্মিক বাস বন্ধ থাকায় প্রয়োজন স্বত্তেও তার ঢাকা যাওয়া সম্ভব হচ্ছে না। যদিও ঢাকা যাবে বলে কয়েকটি বাসের শ্রমিকরা যাত্রী ঢাকছে কিন্তু ভাড়াও চাচ্ছে অনেক বেশি। হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় তিনি ঢাকা যাওয়া বাদ দিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।
টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মীর লুৎফর রহমান লালজু বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবহন শ্রমিকদের ব্যক্তি উদ্যেগে জেলার ৮০ শতাংশ যানচলাচল বন্ধ রয়েছে। এর সাথে শ্রমিক ইউনিয়নের কোন সমর্থন নেই। পরিবহন শ্রমিকরা নিজেরাই এ ধর্মঘট করেছে।
আইনের কয়েকটি ধারায় অস্পষ্টা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারা দীর্ঘ দিন যাবৎ এ সেক্টরে কর্মরত আছে তাদের অনেকেই পড়া-লেখা জানে না। নতুন আইন অনুযায়ী অস্টম শ্রেনী পাশ না হলে তাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না। লাইসেন্স প্রদানের বিষয়টি সহ বেশ কয়েকটি ধারা নিয়ে পরিবহন শ্রমিকদের মাঝে ভিতি ও আতঙ্কের সৃষ্টি হওয়ায় তারা যানবাহন পরিচালনা বন্ধ করে দিয়েছে।
আগামী ৬ এপ্রিল এ বিষয়ে শ্রমিক ইউনিয়ন ও ফেডারেশনের সভা রয়েছে জানিয়ে এ আইনের কয়েকটি ধারা পূনঃবিবেচনা করে সংশোধনেরও দাবি জানান তিনি।
এদিকে হঠাৎ করে জেলার আন্তঃউপজেলা ও রাজধানী ঢাকাসহ সারাদেশের সাথে টাঙ্গাইল থেকে ছেড়ে যাওয়া যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।
যানবাহন বন্ধ থাকায় যাত্রীদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে টাঙ্গাইল রেল স্টেশনে। তবে রেলে পর্যাপ্ত আসন বরাদ্ধ না থাকায় সেখানেও ভোগান্তী পড়তে হচ্ছে যাত্রীদের।