
টাঙ্গাইলে পলাতক জেএমবি’র আত্মসমর্পন
টাঙ্গাইল সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: জঙ্গি সংগঠন জেএমবি’র আতাউর রহামান (৫০) নামের এক পলাতক সদস্য টাঙ্গাইল আদালতে আত্মসমর্পন করেছে। সে কালিহাতী উপজেলার বল্লভবাড়ী গ্রামের মৃত জাফর আলী খানের ছেলে। রোববার দুপুরে সে আত্মসমর্পণ করে।
পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কালিহাতী আমলি আদালতে হাজির হয়ে সে জামিনের আবেদন করে। বিচারক অঞ্জন কান্তি দাস জামিন আবেদন না মঞ্জুর করে জেএমবি সদস্যকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ ব্যাপারে টাঙ্গাইলে পুলিশের কোর্ট ইন্সপেক্টর আনোয়ার উল ইসলাম বলেন, আতাউর রহমান জেএমবি’র তালিকভুক্ত সদস্য। কালিহাতী থানায় ২০১৬ সালের সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় সে পলাতক ছিল।