
টাঙ্গাইলে পুলিশী হামলা ও গ্রেফতারের প্রতিবাদে ম্যাটস্ শিক্ষার্থীদের মানববন্ধন
টাঙ্গাইল সংবাদদাতা: উচ্চশিক্ষাসহ ৪ দফা দাবী আদায়ে ম্যাটস্ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে নোয়াখালী, বাগেরহাট, রাজশাহী, বগুড়া এবং টাঙ্গাইলে পুলিশী হামলা ও গ্রেফতারের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও পথসভা করেছে ম্যাটস্ শিক্ষার্থীরা। টাঙ্গাইল জেলার সকল ম্যাটস্ শিক্ষার্থীদের উদ্যোগে রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঘন্টা ব্যাপি এ কর্মসূচিতে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন মেডিকেল ডিপ্লোমা এডুকেশন এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আমিনুল ইসলাম, ডিপ্লোমা ইন্টার্নি ডক্টর এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শুভ কুমার বিশ্বাস, দাবী বাস্তবায়ন কমিটি টাঙ্গাইল জেলা শাখার মুখপাত্র মো. খাইরুল আহ্সান, দাবী বাস্তবায়ন কমিটি টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহবায়ক রেদুয়ান ইসলাম, জাহিদ হাসান রবি, রাইজুল, শুকুর মাহমুদ, মারুফ তরফদার, সৈকত প্রমুখ।
এ সময় জেলার বিভিন্ন ম্যাটস্ এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের এ ৪ দফায় রয়েছে বঙ্গবন্ধুর পঞ্চ বার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন অনুযায়ী উচ্চ শিক্ষার ব্যবস্থা নিশ্চিত। মেডিকেল এডুকেশন এর স্বতন্ত্র বোর্ড গঠণ। ডিপ্লোমাধারীদের ন্যায় দশম গ্রেড প্রদান ও ইন্টার্নিশীপ ভাতা প্রদান করতে হবে।