
টাঙ্গাইলে পৃথক দূর্ঘটনায় দুই জনের মৃত্যু
বিশেষ প্রতিবেদক, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলের কালিহাতী ও মধুপুরে পৃথক দূর্ঘটনায় মঙ্গলবার দুই জনের মৃত্যু হয়েছে।
জানা যায়, কালিহাতী উপজেলার দত্তগ্রাম-বাড্ডার কাঠের ব্রীজ হতে সাইকেল আরোহী নীচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে দত্তগ্রামের মৃত বিশা মিয়ার ছেলে লেবু মিয়া (৫৫)।
কোকডহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
অপরদিকে, জেলার মধুপুরে সেপ্টিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে ট্যাংকের ভিতরে পরে এক সুইপারের মৃত্যু হয়েছে। মধুপুর উপজেলার আউশনারা আছরা গ্রামে দূর্ঘটনাটি ঘটে। নিহত সুইপার কমল বাশফো (৫০) মধুপুর উপজেলার থানা মোড়ের যমুনা বাশফোরের ছেলে।
মধুপুর ফাঁয়ার সার্ভিসের পরিদর্শক এস কে তুহিন বলেন, সকালে একটি সেপ্টিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে সেপ্টিক ট্যাংকের ভিতরে পড়ে যায় কমল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুইপারকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সুইপারকে উদ্ধার করতে গিয়ে আরো একজন গুরুতর আহত হয়েছেন।