
টাঙ্গাইলে প্রেমের কারণে স্কুল ছাত্রীর আত্মহত্যা
টাঙ্গাইল সংবাদদাতা, জাগ্রতাবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর সাহাপাড়া গ্রামে স্কুলছাত্রী মীম (১৩) প্রেমের কারণে গলায় ওড়না পেচিঁয়ে আত্মহত্যা করেছে। মীম মির্জাপুর সাহাপাড়া গ্রামের মুক্তার হোসেনের মেয়ে। ১৫ মে সোমবার এ ঘটনাটি ঘটেছে। সে মোহনপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলো।
জানা যায়, পার্শবর্তী উপজেলা ঘাটাইলের রৌহাগ্রামের আতোয়ার মাস্টারের ছেলে আতিকের সাথে মীমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৯ মে তাদের সম্পর্কের বিষয়ে একটা ফয়সালা হওয়ার কথা ছিলো। কিন্তু সন্তোষজনক ফয়সালা না হওয়ায় মীম হতাশাগ্রস্থ হয়ে পড়ে।প্রতিবেশি ও স্বজননের কটুক্তি সহ্য করতে না পেরে ধর্ণার সাথে গলায় ওড়না পেচিঁয়ে আত্মহত্যা করে।
এ ঘটনায় মীমের বাবা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার দায়ে প্রেমিক আতিক সহ ৬ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন জানান, প্রেমঘটিত কারণে মীম আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।