
জাগ্রতবাংলা, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে বালুবাহী ট্রাকচাপায় আরাফাত রহমান (১৪) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার পৌলী-মহেলা আদর্শ গ্রাম এলাকায় নদী রক্ষা বাঁধে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত ওই গ্রামের দিনমজুর মোস্তফা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাতে আরাফাত মোটরসাইকেল নিয়ে মহেলা আদর্শ গ্রামের নিজ বাড়ির সামনে যান। এসময় ওই গ্রামের বালুর ঘাট থেকে বালুবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আরাফাতের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে পৌলী নদীর জেগে উঠা চরে ভেকু বসিয়ে অবৈধভাবে বালু বিক্রি করে আসছে। এতে নদীরক্ষা বাঁধটি হুমকির মুখে রয়েছে। এছাড়া আশপাশের বসবাসরত পরিবারগুলো ধুলোবালির কারণে মানবেতর জীবন যাপন করছেন। প্রভাবশালীদের দাপটের কারণে কেউ মুখ খুলতে সাহস পায়না। বালু ব্যবসায়ীদের প্রভাবে আঞ্চলিক এই বাঁধের উপর দিয়ে দিনরাত বালুবাহী ট্রাকগুলো ব্যাপরোয়া গতিতে চলাচল করে। এ কারণেই আরাফাতের মৃত্যু হয়। তারা অনতিবিলম্বে প্রশাসনের আইনানুগ হস্তক্ষেপ কামনা করেছেন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত পূর্বক স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের কেউ এ ঘটনায় মামলা করেনি।