
টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নিজস্ব সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। ৩ জন গুরুতরসহ আহত হয়েছেন ১০ জন। নিহত ব্যাক্তি বাসের হেলপার। এখন পর্যন্ত নিহত ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি।
আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার বাসাইল লিং রোডের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের ভাষ্য, ভোরে নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের হেলপারসহ নিহত হয়। এতে বাসযাত্রী আহত হয়েছেন আরো ১০ জন, আহতদের মধ্যে ৩ অবস্থা গুরুতর।
আহতদের চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।