
টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত
টাঙ্গাইল সংবাদদাতা: বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা নামকস্থানে বৃহস্পতিবার(১১ মে) বিকাল ৩টার দিকে বাস ও পিকআপের সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের হেলপার গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজের্ন্ট জাহাঙ্গীর আলম জানান, বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে সদর উপজেলার কান্দিলায় মাছ বহনকারী পিকআপের সঙ্গে ঢাকাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত হন।