
টাঙ্গাইলে বাস-প্রাইভেটকার মুখোমুখী সংঘর্ষে ১ জন নিহত
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলে বাস-প্রাইভেটকার মুখোমুখী সংষর্ষে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৪ জন। সদর উপজেলার দরুন এলাকায় মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস পাবনায় যাচ্ছিল। এ সময় বাসটি উপজেলার দরুন এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার ১ যাত্রী নিহত ও ৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।