
টাঙ্গাইলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২
কে এম মিঠু, গোপালপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের গোপালপুরে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঈদ আনন্দ করতে গিয়ে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। নিহত শামীম (১৪) গোপালপুর পৌর শহরের ডুবাইল ঘটকপাড়া গ্রামের আবদুল জলিলের একমাত্র ছেলে । শামীম ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। আহত অপর দুইজন একই উপজেলার ডুবাইল মধ্যপাড়া গ্রামের আমিনুলের ছেলে উজ্জল মিয়া (১৪) ও গাংগাপাড়া গ্রামের আবদুল আজিজের ছেলে আবদুল্লাহ (১৫)।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে এলাকার এক বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু মিলে বেড়াতে যায়। সন্ধ্যা ৬টার দিকে বাড়ি ফেরার পথে পাশবতী ঘাটাইল উপজেলার শালিজানী বাজার এলাকায় গোপালপুর থেকে ঢাকাগামী একটি বাসের সাথে (গাড়ি নং ঢাকা ১৪৭৭৯৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা আহত ৩ বন্ধুকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পথেই শামীম মারা যায়। আহত দু’জনের মধ্যে উজ্জল মিয়ার একটি হাত ভেঙ্গে গেলেও আবদুল্লাহর অবস্থা আশংকাজনক ।
এদিকে রাত্রি ৮টার দিকে অ্যাম্বুলেন্সযোগে নিহত শামীমের লাশ তার বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের মাতম সৃষ্টি হয়।
বাসের ড্রাইভার পালিয়ে গেলেও ঘাতক বাস ও মোটরসাইকেলটি জব্দ করেছে ঘাটাইল থানা পুলিশ।