
জাগ্রতবাংলা, টাঙ্গাইল : ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিক্সা সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে খালা ও ভাগ্নি। মঙ্গলবার (১২জুলাই) দুপুরে রাবনা বাইপাস এলাকায় দুর্ঘটনাটি ঘটনাটি ঘটে।
নিহতরা- নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা কাঠুয়াজারি গ্রামের কুদ্দুসের মেয়ে মৌসুমি (৩৫) ও তার ভাগ্নি জামালপুর জেলার চেংকিমারি গ্রামের রেজাউলের মেয়ে রিয়া মনি (৫) এ ঘটনায় আরও দুইজন যাত্রী আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্স ইনচার্জ সহকারি উপ-পরিদর্শক (এএসআই) নবীন জানান, সিএনজিটি এলেঙ্গা থেকে গাজিপুরের দিকে যাচ্ছিলো। রাবনা বাইপাস এলাকায় পৌছালে সিরাজগঞ্জগামী এসআই পরিবহনের একটি বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিয়া নামে ৫ বছরের শিশুটি নিহত হয়। স্থানীয়রা গুরুতর আহত মৌসুমীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকেও মৃত ঘোষনা করেন। নিহত মৌসুমি ও রিয়া সম্পর্কে ভাগ্নি। এ দূর্ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।