
টাঙ্গাইলে বিজেপিএল’র জেলা কমিটি গঠন কল্পে আলোচনা
নিজস্ব প্রতিবেদক, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলে বঙ্গবন্ধু জাতীয় পেশাজীবী লীগ (বিজেপিএল)’র জেলা কমিটি গঠন ও ইফতার মাহফিলকল্পে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জুন) বিকালে এলেঙ্গা রিসোর্টে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু জাতীয় পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি রায়হান কবির রানা।
এসময় বঙ্গবন্ধু জাতীয় পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরুন্নবী সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ফিরোজ আল মামুন সহ টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১২ জুন টাঙ্গাইল প্রেসক্লাবের সেমিনারকক্ষে বঙ্গবন্ধু জাতীয় পেশাজীবী লীগ’র ইফতার মাহফিল ও জেলা কমিটি বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম উপস্থিত থাকবেন।