
টাঙ্গাইলে বিদ্যুৎ পৃষ্টে মা-ছেলের মৃত্যু, আহত ৩
অভিজিৎ ঘোষ : টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আগতেরিল্লা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার আগতেরিল্ল্যা গ্রামের ফজলুর হকের স্ত্রী শিরিন আক্তার (৩৫) ও ছেলে সেলিম (৫)।
জানা যায়, উপজেলার আগতেরিল্লা গ্রামে নিহতের বাড়ি পাশের তারা মিয়ার মাছ চাষ পুকুরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়াছিল। এসময় শিশু সেলিম গোসল করতে পুকুরে নামলে বিদ্যুত পৃষ্ট হয়। এসময় সেলিমের মা শিরিন আক্তার ছেলেকে উদ্ধার করতে গিয়ে তিনিও তারের সাথে জড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অন্যদিকে নিহতদের উদ্ধার করতে গিয়ে আরো তিনজন আহত হয়। আহতদের ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগ, পুকুর মালিক তারা মিয়ার অসর্তকতার কারণে এমন ঘটনা ঘটেছে। এঘটনায় দোষীদের বিচার দাবী করেছেন।
ভূঞাপুর থানার উপপরিদর্শক আবু হানিফ জানান, নিহতের ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম কাউছার চৌধুরী জানান, বিদ্যুতের তারে মা ছেলের মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।