
টাঙ্গাইলে বিদ্যুৎ স্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎ স্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে বাসাইল উপজেলার সোনালীয়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তিদ্বয় সোনালীয়া গ্রামের মৃত ঝুমুর আলীর ছেলে হযরত আলী (৭০) এবং একই গ্রামের মৃত আনছের আলীর ছেলে আলতু মিয়া (৫০)।
জানা যায়, উপজেলার ছয়শ গ্রামের ওপর দিয়ে পিডিবি’র বিদ্যুৎ লাইন ছিল। একই সাথে স্যাটেলাইটের ক্যাবলও ছিল। শুক্রবার বিকেলে ছয়শ মৌজার নিজ জমিতে সবজি তুলতে যান হযরত আলী। এসময় জমির ওপর পরে থাকা স্যাটেলাইট তারের সাথে বিদ্যুৎ লাইনের সংযোগ থাকায় হযরত আলী বিদ্যুতে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এসময় হযরত আলীকে উদ্ধার করতে গেলে আলতু মিয়াও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়।
হযরত আলীর স্ত্রী শহর ভানু ও আলতু মিয়ার স্ত্রী হেলেনা বেগম উভয়ের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।