
টাঙ্গাইলে বিশ্বখ্যাত কুলপ্যাড মোবাইল কোম্পানীর শো-রুম উদ্বোধন
বিশেষ প্রতিবেদক : বিশ্বখ্যাত মোবাইল ফোন কোম্পানী কুলপ্যাড ব্র্যান্ডের শো-রুম এখন টাঙ্গাইলে। রবিবার টাঙ্গাইল শহরের পূরবী কমপ্লেক্স এর নিচতলায় কোম্পানীর শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীর হেড অব সাপ্লাই মাহফুজুর রহমান, হেড অব ডিস্ট্রিবিউশন লুকাস ডি, ঢাকা উত্তরের সিএসএম তন্ময় মুজিব, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক মাসুদ তালুকদার, টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক বীরেন চক্রবর্তী, টাঙ্গাইল অঞ্চলের এরিয়া ব্যবস্থাপক অভিজিৎ জয়, টাঙ্গাইলের ডিস্ট্রিবিউটর মাহমুদুল হক তালুকদার মানিক প্রমূখ ।
শোরুমে পাওয়া যাবে কুলপ্যাডের মেগা-৩, মেগা ২.৫ ডি, নোট ৫ ও কুল ১ হ্যান্ডসেট। এছাড়া শামসুর রহমান সুপার মার্কেট ও প্রিন্স প্লাজায় কুলপ্যাডের আরো দুটি শোরুম রয়েছে। এটি টপটেক ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিডেট এর একটি প্রতিষ্ঠান।