
টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
জাগ্রতবাংলা ২৪ ডটকম, টাঙ্গাইল: টাঙ্গাইলে সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ২৬ মার্চ (রোববার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ স্মৃতি পৌর উদ্যানে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা, পুলিশ, আনসার ও ভিডিপি, বয়েজ স্কাউট এবং গালর্স গাইড, সরকারি শিশু পরিবার, সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ শিশু কিশোর সংগঠন সমূহের অংশগ্রহণে শিশু-কিশোর সমাবেশ ও শরীরচর্চা প্রদর্শনী, মিলাদ মাহফিল, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, লাঠি খেলা, মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল, জেলখানা, শিশু সদন, ভবঘুড়ে প্রতিষ্ঠান ও শিশু দিবা যতœ কেন্দ্র সমূহে উন্নতমানের খাবার পরিবেশন ইত্যাদি।
রোববার(২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুরু হয়। ভোরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে শহীদ স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, টাঙ্গাইল প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পন করে। পরে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এক মনোজ্ঞ কুচকাওয়াজ ও শরীর চর্চা প্র্রর্দশনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। পরে কুচকাওয়াজে জেলা পুলিশ, আনসার-ভিডিপিসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন ও পুলিশ সুপার মাহবুব আলম।
দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক(যুগ্ম-সচিব) মো. মাহবুব হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম, জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জামিলুর রহমান মিরণ প্রমুখ।