
টাঙ্গাইলে মাইক্রোবাস চাপায় দুই নারী নিহত
টাঙ্গাইল সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলের ধনবাড়ীতে মাইক্রোবাস চাপায় দুই নারী নিহত হয়েছেন । বৃহস্পতিবার সকালে উপজেলার পাঠানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ধনবাড়ী উপজলার নিজবর্ণী এলাকার বাবুল বকুলের স্ত্রী রেবা বগম (৩২) এবং বেলুটিয়া এলাকার আব্দুল মজিদের স্ত্রী সাহাতন (৫০)।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, নিহতরা তাদের বাসা থেকে সকালে হাটার জন্য বের হন। তখন তারা উপজেলার পাঠানবাড়ি এলাকায় পৌচ্ছলে জামালপুরগামী একটি মাইক্রোবাস তাদেরকে চাপা দেয়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যায়। এ ব্যপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।