
টাঙ্গাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৭ জন নিহত: আহত ৩০
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩০ জন। মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার হরিপুর গুনগ্রামে দুর্ঘটনাটি ঘটে।
ঘাটাইল থানার ওসি (ওসি তদন্ত) আমির হোসেন জানান, হরিপুরের গুনগ্রামে ঢাকা থেকে ছেড়ে আসা ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। আহত হয়েছেন আরো ৩০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।
নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় মিলেছে, এরা হলেন- গোপালপুরের আছমা(৩০), চন্দন(৩২), ধনবাড়ীর ধীকপাইতের রহিম (৫০), নারায়নগঞ্জের সোনারগাঁয়ের নূর-এ-আলম(২৮) এবং শানতা (২৫)। বাকী দুই জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আপডেট:
স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হলে ৯ জন কে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে, কয়েকজনকে ঘাটাইল হাসপাতালে এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।