
টাঙ্গাইলে যুবকের লাশ উদ্ধার
টাঙ্গাইল সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলের কালিহাতীতে মোহাম্মদ আসলাম (১৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে কালিহাতী থানা পুলিশ। রোববার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সল্লা চরপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক সল্লা চরপাড়া গ্রামের মৃত আন্তাজ আলীর ছেলে।
জানা যায়, রোববার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তার বাড়ির লোকজন ডাকাডাকি করলে ভিতর থেকে কোন সাড়া না দেয়ার ঘড়ের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পরিবারের লোকজন ও স্থানীয়রা। পরে তারা আসলামের ঝুলন্ত লাশ দেখতে পায় এবং লাশ নামিয়ে পুলিশকে খবর দেয়।
কালিহাতী থানার এসআই মেহেদী হাসান জানান, পুলিশ খবর পেয়ে বিকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।