
টাঙ্গাইলে শিক্ষকদের প্রতীকী অনশন
টাঙ্গাইল সংবাদদাতা: শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের দাবিতে টাঙ্গাইলে ৬ ঘণ্টা ব্যাপি প্রতীকী অনশন কর্মসূচি পালন করছেন বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখা। বুধবার সকাল ১১টায় থেকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এই অনশন সকাল থেকে বিকাল পর্যন্ত এই অনশন পালন করেন।
এ সময় বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখা সভাপতি গোলাম রাব্বানী, সহ-সভাপতি শামীম আল মামুন জুয়েল, সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া জেলার ১২টি উপজেলা থেকে আগত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অনশন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
এ বিষয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখা সভাপতি গোলাম রাব্বানীর বলেন, আমরা অনেকদিন যাবত শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছি। কিন্তু সরকার আমাদের দাবিগুলো না মেনে নেওয়ায় আজ আমরা অনশন কর্মসূচি পালন করছি। এরপরও আমাদের দাবি না মানলে কঠোর আন্দোলন করা হবে।