
টাঙ্গাইলে শিক্ষকদের ১১ দফা দাবিতে সমাবেশ
টাঙ্গাইল সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইল জেলা জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রণ্টের উদ্যোগে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ ১১ দফা দাবিতে সমাবেশ ও স্বারকলিপি প্রদান করা হয়েছে। রোববার(৩০ জুলাই) সকালে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, বৈশাখী ভাতা, চিকিৎসা ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, কারিগরী ও সাধারণ শিক্ষায় বৈষম্য দূর করাসহ ১১ দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক ও সমন্বয়কারী আজাহার আলী মিয়া সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আব্দুল রহমান, রেনুবর রহমান, উপাধ্যক্ষ মতিয়ার রহমান, ওয়াহিদুজ্জামান বকুল প্রমুখ। সমাবেশ শেষে শহীদ মিনার থেকে মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান করে।
বক্তরা বলেন, সরকারি শিক্ষকদের অনুরূপ শিক্ষাগত যোগ্যতা নিয়ে একই সিলেবাসে পাঠদান করেও পদোন্নতি, টাইমস্কেল, পাঁচ শতাংশ প্রবৃদ্ধি, পেনশন, উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতাসহ বিভিন্ন পর্যায়ে তারা বঞ্চিত। বক্তারা এসব বঞ্চনা দূরীকরণে সরকারের পদক্ষেপ কামনা করেন।