
টাঙ্গাইলে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইল শহরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(৭ এপ্রিল) সন্ধ্যায় শহরের জেলাখানার পূর্ব পাশে আয়োজিত মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।
টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের সাংসদ অালহাজ মো. ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম, এফবিসিসিআই’র সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল চেম্বর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্র্রিজের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।