
টাঙ্গাইলে সিএনজি চালককে কুপিয়ে হত্যা
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলে সিএনজি চালিত অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে টাঙ্গাইল সদর উপজেলার ধুলেরচর মাদ্রাসা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রতন চন্দ্র বর্মন (৩৫)।
টাঙ্গাইল মডেল থানার ওসি নাজমুল হক ভুইয়া বলেন, বুধবার গভীর রাতে ধুলেরচর মাদ্রাসা পাড়া এলাকা দুর্বৃত্তরা রতনকে ধারালো অস্ত্র দিয়ে কুপায়। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।