
টাঙ্গাইলে সিএনজি চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার
টাঙ্গাইল সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলের গোপালপুরের সিএনজি চালকের হত্যাকারীসহ সিএনজি চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার করেছে র্যাব। সেইসাথে চোরাই একটি সিএনজি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে র্যাব ১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার বীণা রানী দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা গোপালপুর উপজেলার চরপাড়া গ্রামের আছর আলীর স্ত্রী সাহিদা বেগম (৩৫), হেমনগর চকশিমলাপাড়ার আনছার আলীর ছেলে আনিছুর রহমান (২৫), হেমনগর বর্ণি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আপন (৩৫), নবগ্রামের মৃত হযরত অঅলীর ছেলে সাইফুল ইসলাম (৩৫), টাঙ্গাইল সদর উপজেলার দক্ষিণ কলেজ পাড়া এলাকার মরহুম আবু হানিফের ছেলে দুলাল মিয়া ও নাগরপুর বনগ্রামের সাহেব আলী মোল্লার ছেলে সুমন মিয়া (২৩)।
উল্লেখ্য, চলতি মাসের ১৫ জুন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাতকুড়িয়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে মামুনকে (৩৬) গোপালপুরে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যায় এই চোর চক্রের সদস্যরা। পরদিন নিহত সিএনজি চালকের স্ত্রী বাদী হয়ে গোপালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকান্ড নিয়ে র্যাবের একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতায় ধারাবাহিকতায় বিভিন্নস্থানে কয়েকদিন অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই চক্রের আরো কয়েকজনকে আটকের চেষ্টা চলছে।