
টাঙ্গাইলে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের ধনবাড়ীতে সিএনজি মাইক্রোবাস সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। রবিবার ধনবাড়ী উপজেলার কুইচামারা ব্রীজের নিকটে দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন জামালপুর জেলার নান্দিনা ইউনিয়নের সিএনজি চালক ফরমান আলী (৩৫), দুলাল হোসেন (৪০) ও জগজীবন রবিদাস (৫২)।
ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম আরা রিনি জানান, রবিবার জামালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি টাঙ্গাইল-জামালপুর সড়কের ধনবাড়ী উপজেলার কুইচামারা ব্রিজের সন্নিকটে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ২ জন নিহত জন এবং একজনকে গুরুত্বর আহত হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। এই ঘটনায় আহত অপর একজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।