
টাঙ্গাইলে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় ১ জনের ৬ মাসের কারাদন্ড
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের মধুপুরের বোকারবাইদ এএইচবি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উত্যক্তের ঘটনায় এক বখাটেকে ৬ মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট ও মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস এ দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্ত রাহাত হাসান সনি (৩০) উপজেলার অরণখোলা ইউনিয়নের চুনিয়া খানবাড়ী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
মঙ্গলবার দুপুরে বোকারবাইদ এএইচবি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট ও মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস এ দন্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট রমেন্দ্র নাথ বিশ্বাস বলেন, গত নারী দিবসে ৮ মার্চ অভিযুক্ত বখাটে সানি ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উত্যক্ত করে। এর প্রতিবাদে পরের দিন ওই শিক্ষার্থীর সহপাঠীসহ এলাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সড়ক অবরোধ করে। এ ঘটনার পর থেকে সনি আত্মগোপনে ছিল।
পরে গত ১৭ এপ্রিল রাহাতকে আটক করে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড দেয়া হয়।