
টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের পরিচিতি সভা শনিবার (২৯ এপ্রিল) দুপুরে স্থানীয় করোনেশন ড্রামাটিক ক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের এমপি মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, যুগ্ম-সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, নাহার আহমদ, সাংগঠণিক সম্পাদক ও পৌর মেয়র জামিলুর রহমান মিরণ, সাইফুজ্জামান সোহেল, জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান (ছোট মনি)। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম বেপারী। জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-স্বাস্থ বিষয়ক সম্পাদক ডা. আব্দুস সালাম প্রামাণিক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শামছুজ্জামান পাশা, আহাম্মদ উল্লাহ জুয়েল, মো. রফিকুল ইসলাম প্রমুখ।
সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন।