
জাগ্রতবাংলা, টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় সৌরভ (১২) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। সোমবার সকালে উপজেলার পোড়াবাড়ি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত সৌরভ মধুপুর উপজেলার ব্রাহ্মনবাড়ি গ্রামের শফিকুল ইসলামের ছেলে। আহতরা- মধুপুর উপজেলার ঘোড়ারটিকির সিদ্দিক আলীর মেয়ে শিল্পী আক্তার, বাক্ষনবাড়ি গ্রামের ফজর আলীর স্ত্রী সাবিনা আক্তার ও সাইফুল ইসলামের স্ত্রী বুলবুলি বেগম, সাদিয়া আক্তার, বড়দিঘীর ছাদেক আলীর ছেলে সাইফুল ইসলাম, ধামাবাসুরী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে শিশু রুপা আক্তার, ব্রাক্ষনবাড়ি গ্রামের সফিকুল ইসলাম ও শফিকুলের স্ত্রী শরিফা বেগম, লেংড়াবাজার গ্রামের সিদ্দিক আলীর স্ত্রী মিনারা বেগম, ব্রাহ্মনবাড়ি গ্রামের জাফর আলীর মেয়ে রীনা আক্তার, ধামাবাসুরী গ্রামের শফিকুলের মেয়ে শিশু সানজিদা আক্তার ও পিকআন চালক আব্দুল মিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুর থেকে মধুপুরগামী একটি পিকআপ ঘাটাইলের পোড়াবাড়ি পৌঁছালে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিকে ধাক্কা দেয়। এসময় পিকআপে থাকা ১৪ জন যাত্রী নিয়ে পিকআপটি খাদে পড়ে গেলে ১২ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা যাত্রী ও চালককে উদ্ধার করে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন । হাসপাতালে নেয়ার পথে সৌরভ নামে কিশোরের মৃত্যূ হয়।
ঘাটাইল থানার এস.আই পলাশ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।