
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধুসেতু পূর্ব পাড় সংলগ্ন গোল চত্তরে শনিবার(২৭ এপ্রিল) সন্ধ্যায় একটি প্রাইভেট কারের নিচে চাপা পড়ে মনিরুল ইসলাম নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। তিনি পূর্ব পাড়ে অবস্থিত বঙ্গবন্ধু সেনা নিবাসে কর্মরত ছিলেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আছাবুর রহমান জানান, শনিবার সন্ধ্যা সোয়া সাত টার দিকে সেনা সদস্য সাইকেল চালিয়ে গোল চত্তর এলাকায় বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়ক পাড় হচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার তাকে চাপা দিয়ে চলে যায়।