
টাঙ্গাইলে হিন্দু দম্পতি হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকা উত্তাল
বিশেষ প্রতিবেদক, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলের রসুলপুরের স্কুল শিক্ষক অনিল কুমার দাস ও তার স্ত্রী কল্পনা রানী দাসের নৃশংস হত্যাকান্ডের ঘটনায় ফুঁসে উঠেছে এলাকা। খুনীদের ফাঁসির দাবিতে গতকাল শনিবার দুপুরে এলাকার শোকার্ত ও বিক্ষুব্ধ মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে বক্তারা ৭ দিনের মধ্যে খুনীদের সনাক্ত ও গ্রেফতার এবং ফাঁসির দাবি জানান।
স্থানীয় রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দানেশ মেমোরিয়াল কিন্ডার গার্টেনের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, নবপ্রজন্ম সাহিত্য গোষ্ঠীর সদস্যবৃন্দসহ এলাকার সর্বস্তরের মানুষ স্কুলের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। সহশ্রাধিক মানুষ প্রায় ৩০ মিনিট ‘খুনীদের ফাঁসি চাই’, ‘অনিল স্যারের খুনীদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে এ কর্মসূচি পালন করেন।
পরে রসুলপুর শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভূইয়া, গালা ইউপির সাবেক চেয়ারম্যান আতোয়ার রহমান ও ফজলুল হক, বর্তমান চেয়ারম্যান রাজকুমার সরকার, জেজেএস এর নির্বাহী পরিচালক আবুল হাশেম, রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান সরকার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলী হোসেন, জাতীয় হিন্দু মহাজোট টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অলক কুমার দাস প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন কবি ও কথাসাহিত্যিক রাশেদ রহমান।
সমাবেশে বক্তারা ৭ দিনের মধ্যে অনিল দম্পতির খুনীদের সনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান। তারা ফাঁসির দাবি জানান খুনীদের। তবে এই হত্যাকান্ডের ঘটনায় কোনো সাধারণ মানুষ যাতে হয়রানীর শিকার না হন এদিকেও পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন।
টাঙ্গাইল মডেল থানার ওসি নাজমুল হক ভূইয়া এখনও পর্যন্ত এই নৃসংশ হত্যাকান্ডের কোনো ক্লু খুঁজে পাননি স্বীকার করে তার বক্তব্যে বলেন, অচিরেই তারা খুনের রহস্য উদ্ঘাটন ও খুনীদের শনাক্ত করতে পারবেন। এ ব্যাপারে তিনি এলাকাবাসীরও সহযোগিতা চান। সাধারণ মানুষ হয়রানীর শিকার হবে না মর্মেও তিনি সবাইকে আশ্বস্ত করেন।
উল্লেখ, গত ২৭ জুলাই বৃহস্পতিবার টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের রসুলপুরে নিজবাড়ীর সেপ্টিক ট্যাংক থেকে রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অনীল কুমার দাশ (৬৮) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫) এর লাশ উদ্ধার করে পুলিশ।
এই ব্যাপারে শুক্রবার সন্ধ্যায় নিহত দম্পতির ছেলে নির্মল কুমার দাস বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে টাঙ্গাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।