
জাগ্রতবাংলা, টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইলে ৭৫ গ্রাম হেরোইনসহ আশিকুর রহমান আশিক (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার সন্ধ্যায় উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের মোগলপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি ঘাটাইল উপজেলার বেলদহ গ্রামের জহির উদ্দিনের ছেলে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য সাত লক্ষ ৫০ হাজার টাকা।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে ঘাটাইল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।