
জাগ্রতবাংলা, টাঙ্গাইল : টাঙ্গাইলে ১’শ বোল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার (৩০ এপিল) দিবাগত রাত পৌনে চারটার দিকে সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় তাদের আটক করা হয়। আটককৃতরা- নওগাঁর মহাদেবপুর উপজেলার শহরাইয়ের গ্রামের আব্দুল আলীর ছেলে মোস্তাকিম (২৭), পত্নীতলা উপজেলার হরিরামপুরের মৃত কেরামত আলী মন্ডলের ছেলে আব্দুল সালাম (৬০)।
সোমবার (১ মে) দুপুরে এক বিজ্ঞপ্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় মহাসড়কে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ মোবাইল, ২টি সিমকার্ড ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়। তারা দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন স্থানে মাদকসেবীদের নিকট মাদক বিক্রি করে আসছি। আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।