
টাঙ্গাইলে ১শ ৫০ বোতল ফেনসিডিল সহ আটক ২
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদাদাতা: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর থেকে ৫০ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ। আজ রবিবার (৭ মে) সন্ধ্যা সাড়ে ৫টায় রসুলপুর চেকপোষ্ট থেকে তাদেরকে ফেনসিডিলসহ আটক করা হয়। আটককৃতরা- চুয়াডাঙ্গার ফারামপাড়ার বিপ্লবের স্ত্রী বীথি (২৪) এবং একই এলাকার আব্দুস সাত্তারের সন্তান টুকু (হিজরা) (২২)।
জানা যায়, মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর এর নেতৃত্বাধীন টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর সবুর ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে চেকপোষ্ট চলছিল। এসময় চাঁটমোহর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাহজাদপুর ট্রাভেলস্ (ঢাকা মেট্টো-গ-১১-১২৩৪) নামক গাড়ী চেকিং কালে ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়।
এ ব্যাপারে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর জানান, সন্ধ্যায় চেকপোষ্ট চলাকালীন ১শ ৫০ বোতল ফেনসিডিল দুই ব্যবসায়ীকে আটক করা হয়। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।