
টাঙ্গাইলে ১১২০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলে ১১২০ পিস ইয়াবাসহ নিখিল ভৌমিক (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মে) রাতে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি টাঙ্গাইল শহরের মৃত শম্ভুনাথ ভৌমিকের ছেলে।
বুধবার দুপুরে প্রেসবিফ্রিং এ টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার শিবনাথ স্কুলের সামনে থেকে মঙ্গলবার রাতে অভিযান চালায় পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী নিখিল ভৌমিককে ১১২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।