
টাঙ্গাইলে ১১ ইউপি নির্বাচনে আ’লীগ ৮, বিদ্রোহী ২ ও বিএনপি ১ প্রার্থী বিজয়ী
বিশেষ প্রতিবেদক, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইল সদর উপজেলার ৩টি ও মধুপুর উপজেলার ৮টি মোট ১১টি ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার (১৩ জুলাই) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৮জন, আওয়ামী লীগ বিদ্রোহী ২ জন এবং বিএনপি’র ১জন প্রার্থী বিজয়ী হয়েছেন।
টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকবাল হোসেন, ছিলিমপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাদেক আলী ও মাহমুদনগর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল করিম তালুকদার বিজয়ী হয়েছেন।
তিনি আরো জানান, এদিকে মধুপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কুড়ালিয়া ইউনিয়নে আহাম্মদ আলী (আওয়ামী লীগ), মহিষমারা ইউনিয়নে কাজী আব্দুল মোতালেব (আওয়ামী লীগ), আউশনারা ইউনিয়নে গোলাম মোস্তফা (আওয়ামী লীগ), বেরিবাইদ ইউনিয়নে জুলহাস উদ্দিন (আওয়ামী লীগ), অরণখোলা ইউনিয়নে আব্দুর রহিম (আওয়ামী লীগ), কুড়াগাছা ইউনিয়নে ফজলুল হক সরকার (আওয়ামী লীগ), ফুলবাগচালা ইউনিয়নে রেজাউল করিম বেনু (আওয়ামী লীগ) এবং শোলাকুড়ী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আক্তার হোসেন বিজয়ী হয়েছেন।
সরেজমিনে টাঙ্গাইল সদর উপজেলার ও মধুপুর উপজেলার কয়েকটি ভোটকেন্দ্রে দেখা যায়, সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে বিএনপি’র মনোনীত প্রার্থীরা নির্বাচন সম্পর্কে বেশ কিছু অভিযোগ করেন। নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসন নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন।